সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে খুনিরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিলো। তাই হত্যা করতে চেয়েছিল বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে; কিন্তু আল্লাহতায়ালা জাতির পিতার দুই কন্যাকে বাঁচিয়ে রাখেন বলেই বাঙালি জাতি রক্তেকেনা স্বাধীনতার প্রকৃত স্বাদ নিতে পারছে।
তিনি আরও বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রক্ষমতায় এসে জাতির পিতা হত্যার বিচারের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। তাইতো মানুষ এখন দেশে ন্যায় বিচার পায়।
সিসিক মেয়র উল্লেখ করেছেন, আওয়ামী লীগ সরকার কেবল উন্নয়ন বান্ধব সরকার-দেশের জন্যে নিরাপদও। এই সরকারের আমলেই নগর থেকে গ্রাম এমনকি প্রান্তিক হাওর অঞ্চলেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। এর বাস্তব প্রমাণ সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল। এখানে বিদ্যুতের আলো জ্বলছে-গাড়ি চলছে, যা এক সময় কল্পনাও করা যায়নি।
সোমবার, ২৮ আগস্ট সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিতোষ সরকারের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
তিনি আগামী নির্বাচনেও সুনামগঞ্জের প্রতিটি আসনে নৌকা ‘প্রতীক’কে বিজয়ী করার আহবান জানান।
বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রনজিত সরকার ও সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ অপু।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার বলেন, আওয়ামীগ সরকার হাওর অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে। এ পর্যন্ত সুনামগঞ্জে যত উন্নয়ন হয়েছে তা শুধু আওয়ামী লীগ সরকারের মাধ্যমেই হয়েছে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই তালুকদার, যুগ্মসাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, চামারধানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর খছরু, বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার ও ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মআহ্বায়ক, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply