আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকেই হত্যা করা হয়েছিল।
তিনি আরও বলেছেন, বঙ্গবন্ধুর রক্তের ঋণ বাঙালি জাতি কখনও শোধ করতে পারবে না। বঙ্গবন্ধুকে হত্যার পেছনে উদ্দেশ্য ছিল একটাই আর তা ছিল এ দেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানানো। জিয়া-মুশতাকরা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে রাষ্ট্র ও সংবিধানকে হত্যা করে।
শুক্রবার বিকেলে সিলেট জেলা কৃষক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন। সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামছুল ইসলাম ও যুগ্ম সম্পাদক শাহ আহমদুর রবের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সহ ১৫ আগস্টের সকল শহীদের জন্যে বিশেষ মোনাজাত করা হয়।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply