সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান বলেছেন, বর্তমান সরকার দেশবাসীর কল্যাণে নিরলস কাজ করছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আলেম সমাজকে সম্মান করেন। তাই দেশের বিভিন্ন স্থানে মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠান নির্মিত হচ্ছে। পর্যায়ক্রমে দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আরো উন্নত করা হবে।
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জে জামেয়া ইসলামিয়া বাইশগ্রাম বাহাদুরপুর মাদরাসার সাবেক সভাপতি অধ্যাপক মো আব্দুল বারী স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাইশগ্রাম বাহাদুরপুর মাদরাসা ও লক্ষাণশ্রী ইউনিয় পরিষদের যৌথ উদ্যোগে মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা তাফাজ্জুল হক আজিজ। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত ও সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ এম আতাউর রহমান পীর।
Leave a Reply