করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে থাকা সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ এবং তার সহধর্মিণী সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুকশানা বেগম শাহনাজ সহ অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জেলা বিএনপি দোয়া মাহফিল করেছে।
সোমবার বাদ মাগরিব মহানগরীর সোবহানীঘাট মৌবন জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট আখতার হোসেন খান, সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমদ, জৈন্তাপুর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ এবং জেলা বিএনপির সাবেক সদস্য ইসলাম উদ্দিনেরও রোগমুক্তি কামনা করা হয়।
এছাড়াও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার ছোটছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, দলীয় প্রধান খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়িচালক আনসার আলী সহ গুম হওয়া সকল নেতাকর্মীর সন্ধান কামনা করা হয়।
লঞ্চ দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা, করোনা থেকে সুরক্ষা এবং দেশ-জাতির মঙ্গল কামনা করেও দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম ফারুক, শাহজামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, আব্দুল আহাদ খান জামাল প্রমুখ।
Leave a Reply