এনা, নিউইয়র্ক : আমেরিকার ফ্রোরিডায় এক সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশী মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরো দুই জন আহত হন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত আইটি প্রতিষ্ঠান ডাটা গ্রুপের প্রসাশনিক কর্মকর্তা এমদাদুল হক পরিবার নিয়ে গাড়ি করে কানাডা যাচ্ছিলেন। পথে নিউইয়র্ক সময় মঙ্গলবার রাত ২টার দিকে ফ্লোরিডার আই ৯৫ নর্থ হাইওয়েতে পরিবারটি এই দুর্ঘটনায় পড়ে। এতে এমদাদুল হকের স্ত্রী নাজিয়া হোসেন (৩২) ও একমাত্র ছেলে আয়ান হক (৪) মারা যান। এছাড়া এমদাদুল হক ও তার মামী আহত হন।
ডাটা গ্রুপের প্রেসিডেন্ট জাতির হোসাইন জানান, এনামুল হক ও তার মামী ফ্লোরিডার ওরেঞ্জপার্ক হাসপাতালে রয়েছেন। এই খবর লেখা পর্যন্ত এমদাদুল হকের জ্ঞান ফিরলেও তার মামীর জ্ঞান ফিরে আসেনি। তাদের হাসপাতালে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ফ্লোরিডা থেকে বিভিন্ন সূত্র জানায়, এমদাদুল হক কানাডার অন্টারিতে বসবাস করলেও তিনি ডাটা গ্রুপের ভার্জিনিয়া শাখায় কাজ করছেন। কানাডা যাবার পথে ফ্লোরিডা যান। ফ্লোরিডায় বেড়ানো শেষে তারা কানাডায় ফিরে যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন নাজিয়া হোসেন। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গাড়ি চালানোর সময় তিনি ফ্লোরিডা আই ৯৫ হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তার পাশে একটি গাছের সাথে প্রচণ্ড ধাক্কা খায়।
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসে হাজির হয় এবং হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়।
Leave a Reply