নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশের ফ্রিল্যান্সারদের সুবিধার্থে আগামী জানুয়ারি মাস থেকে নিবন্ধন শুরু হবে। এতে বিদেশী গ্রাহকদের সাথে ব্যাংকিং লেনদেন আরো সহজ হবে।
তিনি আরো বলেছেন, দেশ প্রযুক্তি খাতে অনেক এগিয়ে গেছে। দেশের প্রায় আড়াই হাজার ইউনিয়নে ফাইবার অপটিকের মাধ্যমে ইন্টারনেট সুবিধা চালু করা হবে।
বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে ‘শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উন্নয়নের একদশক’ শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটি এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, উপ কমিটির সদস্য সচিব মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার। সদস্য আলমগীর কবির দোলন ও মেহেদি হাসান টিটুর যৌথ পরিচালনায় প্রধান আলোচক ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মাজহারুল ইসলাম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কামাল হোসেন ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম। এছাড়াও জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply