আবু তাহির, ফ্রান্স : বাংলাদেশে জাতীয়তাবাদী তৃণমূল বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিমনের উদ্যোগে প্যারিসের গ্রাম বাংলা রেস্টুরেন্টে ছাত্রদলের সাবেক ছাত্রনেতা নূরুল আজিম হিরুকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
বৃহস্পতিবার আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের একান্ত সচিব সাবেক ছাত্রনেতা নূরুল আজিম হিরু। বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, তৃণমূল বিএনপি সভাপতি ইকবাল হোসেন আলী, সহ সভাপতি সাইদুল ইসলাম, ফ্রান্স যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রব রানা ও তৃণমূল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে নেতাকর্মীরা নূরুল আজিম হিরুকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ বিচার বিভাগকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।
Leave a Reply