এনায়েত হোসেন সোহেল, প্যারিস, ফ্রান্স : ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সম্মানার্থে বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতি ফ্রান্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার প্যারিসের পন্থা হলে সকল শ্রেণিপেশার নেতৃবৃন্দের অংশগ্রহণে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতি ফ্রান্সের আহবায়ক আমিনুর রাশিদ টিপুর সভাপতিত্বে ও সদস্য সচিব জালাল উদ্দিনের পরিচালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন, ফ্রান্স আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি এম এ কাশেম। বিশেষ অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন কয়েস, সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম সেলিম, সালেহ আহমদ চৌধুরী, সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন ফারুক, অ্যাডভোকেট রামজীদ আলী, গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্সের সভাপতি মানিক মিয়া, রাজনগর সমাজকল্যাণ সমিতি ফ্রান্সের সভাপতি সেলিম ওয়াদা শেলু, মাটির সুরের সভাপতি আমিন খান হাজারী ও ইনালকো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান আহমদ। রিপন আহমদের পবিত্র কোরান তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় এই পর্ব। এতে আরো বক্তব্য রাখেন, আবু খালেদ মুসা, সায়েল আহমদ, হান্নান খান, মাসুদ আহমদ, দেলোয়ার হোসেন, পারভেজ আহমদ, হাসান আহমদ, মোয়াজ্জেম হোসেন কামাল, পারভেজ উদ্দিন, বাহার উদ্দিন, হিরো আহমদ, আজাদ আহমদ ও হেলাল উদ্দিন।
পরে দেশ ও প্রবাসীদের কল্যাণে দোয়া পরিচালনা করেন, মাওলানা শফিকুল ইসলাম।
Leave a Reply