ইমরুল হোসাইন, ফ্রান্স : ফ্রান্সে পাকিস্তানি রেস্টুরেন্টে আওয়ামী লীগের জাতীয় শোকদিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর কর্মসূচির আয়োজনে নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে লাকর্ণবের পাকিস্তানি রেস্টুরেন্টে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির সেলিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন আহমেদ ও জেষ্ঠ্য সহ সভাপতি এম এ কাশেম।
কর্মসূচির শুরুতেই ফ্রান্স আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে পাকিস্তানি রেস্টুরেন্টে জাতীয় শোকদিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। রাষ্ট্রদূতের সামনেই বাদানুবাদের সৃষ্টি হয়।
Leave a Reply