এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স : ফ্রান্সে আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে রাজধানী প্যারিসের গার দো নর্দের ক্যাফে প্যারিজিয়ানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম। বক্তব্য রাখেন রাজনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদ বার তাহের, জ্যেষ্ঠ সহ সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, সহ সভাপতি সোহরাব মৃধা, সামাজিক উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু, সহ সভাপতি সাহেদ আলী, সৈয়দ ফয়সল ইকবাল হাসেমী, শুভ্রত ভট্টাচার্য শুভ, অবনী চন্দ্র গোপাল, যুগ্ম সাধারণ সম্পাদক কবি মোস্তফা হাসান, রানা চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, মাসুদ হায়দার, এমদাদুল হক স্বপন, ফয়সল উদ্দিন, নিয়াজ উদ্দিন চৌধুরী হিরা, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, সৈয়দ রেজা শাকিল, খালেদ গোলাম কিবরিয়া, জহিরুল হক বিপ্লব, সেলিম উদ্দীন, আলী আহমেদ জুবের, প্রচার সম্পাদক আমিন খান হাজারী, আন্তর্জাতিক সম্পাদক তাপস বড়ুয়া রিপন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম দুলাল, যুব সম্পাদক সোহেল আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ, বাসু গোস্বামী, বাণিজ্য বিষয়ক সম্পাদক কাউসার মোড়ল, স্বাস্হ্য বিষয়ক সম্পাদক মাসুম আহমেদ, কোষাধ্যক্ষ প্রদীপ চন্দ্র, জনসংযোগ সম্পাদক তাজ উদ্দিন, সহ দফতর সম্পাদক জাহেদ উর রশিদ, সহ মুক্তিযোদ্ধা সম্পাদক বেদার খান, সহ শিশু বিষয়ক সম্পাদক আবদুল মান্নান, সহ প্রচার সম্পাদক মহিউদ্দিন সোহেল, সহ সমাজকল্যাণ সম্পাদক বেলাল আহমেদ, কার্যকরী সদস্য আহমেদ হাসান, রেজাউল করিম রনি, ওমর ফারুক ও সাংবাদিক দেবেশ বড়ুয়া। পরিচালনায় ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম সম্পাদক সালেহ আহমদ। সভায় জাতীয় চার নেতার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
Leave a Reply