সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে প্রতিশ্রুতি দিয়ে গত সপ্তাহে আমি বলেছি, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যে কোন ত্যাগ স্বীকারে সিলেট জেলা বিএনপি প্রস্তুত রয়েছে।’
তিনি আরও বলেছেন, ‘আমরা তৃণমূলের ভোটে নির্বাচিত হয়েছি। তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা অঙ্গীকারবদ্ধ। বৃহত্তর আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যে কোনো সময় কেন্দ্র থেকে আন্দোলনের ডাক আসবে, আমাদেরকে ঐক্যের মাধ্যমে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে।’
শুক্রবার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ বাজারে সামাদ প্লাজায় একটি পার্টি সেন্টারে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তছলিম আহমদ নেহার ও বিএনপি নেতা এনায়েত হোসেন রুহেলের যৌথ পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
প্রধান বক্তা অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, জেলা বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ, সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কামাল, বিএনপির দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক আহবায়ক সৈয়দ বদরুজ্জামান খিজির, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আজিজুল হোসেন আজিজ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব আলী, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি নূূরুল ইসলাম বাছিত, উপজেলা বিএনপির সহ সভাপতি রেজাউল করিম রায়হান, মুহিব উদ্দিন বেলাল, সাদিকুর রহমান টিপু, ফখরুল ইসলাম পাপলু, জিয়াউল হক জিয়া, সাহাদ মিয়া, তোফায়েল আহমদ লেবু ও খাইরুল হক ছুটন। দোয়া পরিচালনা করেন, সামাদ প্লাজা মসজিদের ইমাম মাওলানা জসীম উদ্দিন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply