সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসে থাকা আওয়ামী ফ্যাসিবাদকে হটাতে প্রয়োজন ঐক্যবদ্ধ শক্তিশালী বিএনপি। জেলা কাউন্সিলে তৃণমূল বিএনপি যে আস্থা ও বিশ্বাস রেখে আমাদের নির্বাচিত করেছে আমরা সেই বিশ্বাসের মূল্য দিতে অঙ্গীকারবদ্ধ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঐক্যবদ্ধ শক্তিশালী বিএনপি গঠনে আমাদেরকে এগিয়ে আসতে হবে।’
রবিবার সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলা সদরে একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি আয়োজিত নিখোঁজ এম ইলিয়াস আলীসহ গুম হওয়াদের সন্ধান দাবি এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাইছ ও হেলাল আহমদ চৌধুরীর স্মরণে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিমের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, শহীদ জিয়ার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। আওয়ামী দুঃশাসনে সেই গণতন্ত্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শহীদ জিয়ার প্রতিষ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধারে জিয়া সৈনিকদেরকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। জাতি জাতীয়তাবাদী শক্তির দিকে চেয়ে আছে। বিএনপি ডাক দিলেই আপামর জনতা রাজপথে নেমে আসবে।
এছাড়াও বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জাহাঙ্গীর শাহ হেলাল, বিএনপির দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ, কানাইঘাট উপজেলা সভাপতি শরীফুল হক, অন্যতম নেতা অধ্যাপক বদরুল হক বাদল, তোফায়েল আহমদ চৌধুরী প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply