ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিলেট মহানগরের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
রবিবার, ২ এপ্রিল মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিলেট মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান জাকারিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাফর আলীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্টারলাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ড নূরুল ইসলাম বাবুল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলিম উদ্দিন, আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি (সিলেট অঞ্চল) ইঞ্জিনিয়ার নজরুল হোসেন ও আইডিইবির সিলেট জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মাহমুদুর রশিদ মসরুর।
এছাড়াও মাহফিলে সিলেটের বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মরত প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply