নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে হিন্দু মহাজোটের সাবেক নেতা রাকেশ রায়কে পুলিশ গ্রেফতার করেছে।
বুধবার ভোরে জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, তিনি ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন।
রাকেশ রায় কয়েকদিন ধরে ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ মোস্তফা (স) সম্পর্কে আপত্তিকর পোস্ট দিচ্ছিলেন। এর প্রতিবাদে বিভিন্ন জায়গায় মিছিল-সমাবেশ চলছে। এছাড়া জকিগঞ্জ থানায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা দায়ের হয়।
রাকেশ রায়ের বিরুদ্ধে গোলাপগঞ্জ উপজেলার নও মুসলিম আব্দুল আজিজকে ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ফাঁসানোর অভিযোগও রয়েছে।
Leave a Reply