আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে দেশের প্রথম জেলা ভিত্তিক জব পোর্টাল ফেনী জবস ডট কম।
এ উপলক্ষে শনিবার শহরের ড সেলিম আলদিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি আবু তাহের।
ফেনী জবস ডট কমের চিফ এডভাইজর চৌধুরী আহমেদ রিয়াদ আজীজ রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, বাংলা ভিশন ও বাংলা ট্রিবিউন প্রতিনিধি রফিকুল ইসলাম, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক শুকদেব নাথ তপন, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি আসাদুজ্জামান দারা, আরটিভি প্রতিনিধি আযাদ মালদার, জাতীয় কবিতা পরিষদ সভাপতি ইকবাল চৌধুরী, শান্তি নিকেতন ক্যাডেট ইনিস্টিটিউশন অধ্যক্ষ এম মামুনুর রশিদ ও চ্যানেল নাইন প্রতিনিধি জহিরুল হক মিলন। জবসর কোর্স কো অর্ডিনেটর ফোরকান হোসাইন আরমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফেনী জবস ডট কমের সিইও রাশেদুল হাসান।
এর আগে তরুণ উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ফেনীসহ আশপাশের এলাকা থেকে ৭০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
Leave a Reply