নিজস্ব প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র পূর্ববাজার এখনো হাঁটু থেকে কোমড় পরিমাণ বন্যার পানিতে তলিয়ে আছে। এ কারণে ৩ শর বেশি ব্যবসা প্রতিষ্ঠানে বেচাকেনা নেই বললেই চলে। ফলে ব্যবসায়ীরা বিশাল অংকের ক্ষতির শিকার হতে যাচ্ছেন।
প্রায় দেড়মাস ধরে ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের পূর্ববাজার বন্যায় পানিতে ডুবে আছে। প্রায় সকল ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরেই পানি। অনেক দোকান বন্ধ। কারণ খোলা যাচ্ছেনা। আসা-যাওয়া কষ্টকর হওয়ায় খোলা দোকানগুলোতেও ক্রেতা উপস্থিতি খুব কম। এতে যেমনি বেচাবিক্রি কমেছে তেমনি অনেক মালামাল নষ্ট হয়েও যাচ্ছে। আর যারা দোকানঘর ভাড়া নিয়ে ব্যবসা করছেন তারা ভাড়া পরিশোধ নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন।
ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক আব্দুল বারি জানিয়েছেন, বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় এতে ক্ষতিগ্রস্ত পূর্ব বাজারের ব্যবসায়ীদের অনেকেরই ঘুরে দাঁড়ানোর সামর্থ নেই। তাই সরকার থেকে তাদেরকে সহজ শর্তে ঋণ দেয়া জরুরি হয়ে উঠেছে।
তিনি এই সমস্যার স্থায়ী সমাধানেরও দাবি জানিয়েছেন।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী জানালেন, তার প্রস্তাবে গৃহীত ৩৭০ কোটি টাকার কালনী-কুশিয়ারা নদী খনন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বাড়বে কুশিায়ারা নদীর নাব্যতা। তখন ফেঞ্চুগঞ্জ পূর্ববাজারের বন্যা সমস্যার স্থায়ী সমাধান হবে।
Leave a Reply