বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সাহিত্য চর্চার মাধ্যমে সমাজের চিত্র ফুটিয়ে তোলা যায়। তাই সাহিত্য চর্চার মধ্য দিয়ে মেধার পরিপূর্ণ বিকাশ সাধন করতে হবে।
রবিবার সংগঠনের ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার ‘শ্লোগান’ নামের স্মারক সংকলনের মোড়ক উন্মোচন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদায়ী সভাপতি হোসাইন মুহাম্মদ বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুর রহমান সজিবের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আলমগীর হোসাইন, সিলেট জেলা আল ইসলাহর সহ সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা, সাংগঠনিক সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহর সভাপতি নূরুল হুদা ও অর্থ সম্পাদক মাওলানা আবু বকর মো নূরী।
কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সংগঠনের সিলেট (পূর্ব) জেলা সভাপতি মুহাম্মদ সাইফুর রহমান চৌধুরী শিপু, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সিলেট (পূর্ব) জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল খালিক রুহিল শাহ ও প্রচার সম্পাদক ইসলাম উদ্দিন চৌধুরী।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ সাইফুর রহমান সজিবকে সভাপতি ও এজাজুল হক সুমনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply