ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ মোস্তফা, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, দফতর সম্পাদক সাইফুল আলম রুহেল, মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট সুহেব আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হোসেন, বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জালাল উদ্দিন ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী।
Leave a Reply