সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ-ফেরিঘাট থেকে ফেঞ্চুগঞ্জ বাজার স্ট্রিট লাইট উদ্বোধন করেছেন।
ফেঞ্চুগঞ্জ বাজারে সামাদ প্লাজা প্রাঙ্গণে স্ট্রিট লাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ফেঞ্চুগঞ্জ বাজারের প্রধান সড়ক দিয়ে চলাচলকারীরা রাতের বেলা দুর্ভোগ পোহাতে হয়। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করেই স্ট্রিট লাইট স্থাপনের উদ্যোগ গ্রহণ করি। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে স্ট্রিট লাইট স্থাপন হওয়ায় এ সড়ক দিয়ে চলাচলে দীর্ঘদিনের একটি বড় সমস্যার সমাধান ঘটলো।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, আব্দুল হাই খসরু, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, ফেঞ্চুগঞ্জ বণিক সমিতির সভাপতি আব্দুল বারী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, ব্যবসায়ী জিলু মিয়া, আলফু মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলু, ইছন আহমদ মেম্বার, সামায়েল আহমদ মেম্বার, কালাম আহমদ মেম্বার, কাজী আব্দুল নূর, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক ও উপজেলা ছাত্রলীগ নেতা মেহরাব হোসেন জুনেল।
Leave a Reply