আর কে দাস চয়ন, ফেঞ্চুগঞ্জ : ফেঞ্চুগঞ্জের বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী আহমেদ সততা ও ন্যায়পরায়ণতার দৃষ্টান্ত রেখে গেলেন। প্রমাণ দিয়ে গেলেন, ইচ্ছে করলেই একজন সরকারি কর্মকর্তা সৎ জীবন যাপনের মাধ্যমে মানুষের সেবা করতে পারেন।
রাখী আহমেদের পদন্নোতি জনিত বদলি উপলক্ষে উপজেলাবাসীর পক্ষ থেকে দেওয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেছেন।
রবিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী। ছাত্রলীগ নেতা রেজান আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, বিদায়ী ইউএনও রাখী আহমেদ, ফেঞ্চুগঞ্জ ক্রীড়া সংস্থার সম্পাদক জুবেদ আহমেদ চৌধুরী শিপু, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, দৈনিক সমকাল প্রতিনিধি মামুনুর রশীদ, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল হাই নন্না ও আওয়ামী লীগ নেতা আজিম উদ্দিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ, নির্বাচন কর্মকর্তা এহসানুল কবীর ফেরদৌস ও ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহযোগী সদস্য আসিফ ইকবাল ইরন।
বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফেঞ্চুগঞ্জবাসীর পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
Leave a Reply