প্রয়াত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর সহধর্মিণী সিলেট-৩ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ফারজানা সামাদ চৌধুরী ঈদের দিন থেকে ফেঞ্চুগঞ্জের নূরপুরের বাড়িতে অবস্থান করে দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, ইমাম এবং জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি বলেন, মহান আল্লাহর হুকুম হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তাকে মনোনয়ন দেন তাহলে সিলেট-৩ নির্বাচনী এলাকার অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত করতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply