নিজস্ব প্রতিবেদক : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জেলা ছাত্র শিবিরের সভাপতি সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের নিকট থেকে প্রচুর জেহাদি বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মাইজগাঁও ইউনিয়নের হাটুভাঙ্গা গ্রামের মসরুর উদ্দিনের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ ছালেক।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নিজ ছত্রিশ গ্রামের আবুল ফারুকের ছেলে সাফায়াত রহমান, হাটুভাঙ্গা গ্রামের মসরুর উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসাইন ও আলমগীর হোসাইন, আশিঘর দক্ষিণ গ্রামের আব্দুর রকিবের ছেলে সরোয়ার আহমদ, রুকনপুর গ্রামের মৃত আসলম মিয়ার ছেলে অলিউর রহমান, ফরিদপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে হুমায়ুন আহমদ এবং নিজ ঘিলাছড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আক্তার হোসেন।
Leave a Reply