নিজস্ব প্রতিবেদক : সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের অভিযানে দুই ডাকাত গ্রেফতার হয়েছে।
সিলেট জেলা পুলিশের এক সংবাদ বিবরণীতে জানানো হয়েছে, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রাণ তালুকদারের তত্ত্বাবধানে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো শাফায়েত হোসেনের নেতৃত্বে বুধবার পুলিশের একটি বিশেষ দল এই অভিযান চালায়।
এ সময় তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের বিশেষ দলটি হাটুভাঙ্গা গ্রাামের আব্দুল জলিলের ছেলে উজ্জ্বল আহমদ ও দক্ষিণ শরীফগঞ্জ গ্রামের শায়েস্তা মিয়ার ছেলে সোহেল প্রকাশ মিঠুকে ফেঞ্চুগঞ্জ থানা এলাকা হতেই গ্রেফতার করে।
গ্রেফতারকৃত দু’জনই ফেঞ্চুগঞ্জ থানার ডাকাতি মামলার আসামি। তারা বিভিন্ন সময়ে অবস্থান পরিবর্তন করায় থানা পুলিশের বিশেষ দল তাদের গতিবিধি নজরদারিতে রাখে। আদালতের পরোয়ানা মূলে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো লুৎফর রহমান জানান. বিচারাধীন মামলায় আসামি পলাতক থাকলে বিচার কার্যক্রম দীর্ঘায়িত হয়। তাই পরোয়নাভুক্ত আসামিদের গ্রেফতারে সিলেট জেলা পুলিশ আগামীতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
Leave a Reply