সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের নিরলস প্রচেষ্টার ধারাবাহিকতায় ফেঞ্চুগঞ্জ উপজেলায় ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত পিকআপসহ ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
শবনবার, ১০ জুন রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম ফোর্সসহ রাত্রিকালীন ‘রনপাহারা ডিউটি’ চলাকালে গোপন সূত্রে উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে ফেঞ্চুগঞ্জ সেতুর টোল প্লাজার কাছে সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্য একটি সাদা পিকআপ নিয়ে পশ্চিম মল্লিকপুর এলাকায় ঢুকেছে বলে জানতে পারেন।
খবরের সত্যতা যাচাইয়ের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি ঘটনাস্থলে উপস্থিত হলে পিকআপ থেকে ৭/৮ জন লোক নেমে দৌড়ে পালিয়ে যেতে থাকে। তবে পলিশ তাদেরকে ধাওয়া করে পিকআপ চালক মোবারক মিয়াকে (২২, পিতা খোকন মিয়া, পুরান মুক্তিখলা, বিশম্ভরপুর, সুনামগঞ্জ) গ্রেফতার করতে সক্ষম হয়।
এছাড়া মোবারক মিয়ার দেখানো মতে পিকআপের ড্রাইভিং সিটের পিছন হতে ডাকাতি কাজে ব্যবহারের লোহার হ্যামার, গ্রিল কাটার যন্ত্র, রাম দা, টর্চ লাইট, রশি, মোবাইল, বিভিন্ন ধরনের স্লাইড রেঞ্জ, স্ক্রু ও ডাইস সহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পরবর্তী সময়ে উপজেলার কটালপুরসহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে মো আশরাফুল আলম (২৮, পিতা খুর্শেদ আলম, জামালপুর, বিশম্ভরপুর, সুনামগঞ্জ), জাকির হোসেন মিলন (৩৫, পিতা মৃত আব্দুছ ছাত্তার, বাখরপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ) নামের দু’জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা ডাকাতির উদ্দেশ্যে এই এলাকায় এসেছিল বলে স্বীকার করে। তথ্য বিবরণী
Leave a Reply