নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভভাবে নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট লুৎফুর রহমান নেতা-কর্মী-সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
বুধবার বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর অ্যাডভোকেট লুৎফুর রহমান মহানগরীর মির্জাজাঙ্গালে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে যান।
সেখানে তাকে প্রথমে ফুলের মালা পরিয়ে দেন তার প্রধান নির্বাচনী এজেন্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। এ সময় দলের অন্যান্য শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন।
পরে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা, কর্মী ও সমর্থকরা জে্লা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
Leave a Reply