সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য ও ধারাবাহিক প্রবৃদ্ধির মূলে আছেন প্রবাসীরা। তারা দূরে থাকলেও দেশকে ভালোবাসেন এবং দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
সোমবার গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুলসাইন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, অসহায় পরিবারের মাঝে চিকিৎসা উপকরণ, কৃষিযন্ত্র, ঢেউটিন ও সেলাই মেশিন সহ ৬ লাখ ১৯ হাজার টাকা বিতরণ করা হয়।
ফুলসাইন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা ইকবাল হোসেইনের সভাপতিত্বে ও কো অর্ডিনেটর শফি মোহাম্মদ আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইসরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, আয়োজক সংগঠনের উপদেষ্টা ময়নুল ইসলাম, ডা আব্দুল ওয়ালী খান, সংগঠক রেদওয়ান উদ্দিন এবং ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন, আব্দুল্লাহ আল মামুন।
Leave a Reply