ফুটবলার অন্বেষণ টুর্নামেন্ট ২০১৬-২০১৭ এর ১ম রাউন্ডের ৭ম ম্যাচে জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন ফুটবল দলকে ২-১ গোলে পরাজিত করেছে গোয়াইনঘাট উপজেলাধীন ফতেপুর ইউনিয়ন ফুটবল দল।
সোমবার বিকাল ৩টায় হরিপুর ফুটবল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
কাপনা নদীর তীরে হরিপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে দলের স্ট্রাইকার রুবেলের অসাধারণ নৈপুণ্যে প্রতিপক্ষকে হারিয়ে ম্যাচ নিজেদের করে নেয় গোয়াইনঘাট উপজেলাধীন ফতেপুর ইউনিয়ন ফুটবল দল।
অসংখ্য দর্শকের উপস্থিতিতে ম্যাচের ১০ মিনিটে স্বাগতিক দলের আক্রমণ অসাধারণ দক্ষতায় রুখে দেন গোল কিপার নাজিম; কিন্তু শেষ রক্ষা হয়নি। ফিরতি বলে সুযোগ সন্ধানী খেলোয়াড় শাহান গোল করেন। প্রথমার্ধের বাকি সময়ে দুই দলই গোল করার সহজ সুযোগ নষ্ট করে।
দ্বিতীয়ার্ধের ৬০মিনিটে মাইনাস থেকে হেড করে দলকে সমতায় ফেরান রুবেল। অসাধারণ দক্ষতায় আবারো রুবেল ৬৫ মিনিটে ২য় গোল করে জয় নিশ্চিত করেন।
প্রথম ম্যাচে ড্র এবং দ্বিতীয় ম্যাচে হার নিয়ে জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন ফুটবল দল (এ) এর পয়েন্ট ১ এবং গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়ন দল ১ম ম্যাচে ড্র ও ২য় ম্যাচে জয় সহ মোট ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে।
ম্যাচ সেরা হন রুবেল। মো জাহাঙ্গির আলমের সৌজন্যে ম্যান অব ম্যাচের ক্রেস্ট প্রদান করা হয়।
ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ফারুক আহমদ। সহকারী রেফারি ছিলেন তৈয়ব আলী ও শামীম আহমদ।
বুধবার টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে একই সময়ে ফেরিঘাট ফুটবল মাঠে জৈন্তাপুর ইউনিয়ন ফুটবল দলের প্রতিপক্ষ দরবস্ত ইউনিয়ন ফুটবল দল।
Leave a Reply