ফুটবলার অন্বেষণ টুর্নামেন্ট ২০১৬-২০১৭ এর ১ম রাউন্ডের ৬ষ্ঠ ম্যাচে স্বাগতিক চারিকাটা ইউনিয়ন ফুটবল দল ও নিজপাট ইউনিয়ন ফুটবল দল আবারও ড্র করলো।
শনিবার বিকাল ৩টায় আঞ্জাগাম ফুটবল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা আঞ্জাগাম ফুটবল মাঠে অনুষ্ঠিত ম্যাচের পুরো সময় জুড়েই টানটান উত্তেজনা বিরাজ করছিল।
ম্যাচের ১৮ মিনিটে স্বাগতিক চারিকাটা দলের ২নং জার্সিধারী সাঈদ ও ২৫ মিনিটে নিজপাট ইউনিয়ন দলের ১০নং জার্সিধারী আবুল গোল করেন।
পরবর্তী সময়ে গোল করার একাধিক সুযোগ পেয়েও কোন দলই গোল করতে পারেনি। ফলে আগের ম্যাচের ১ পয়েন্ট এবং এই ম্যাচের ১ পয়েন্ট সহ মোট ২পয়েন্ট নিয়ে দুই দলকেই মাঠ ত্যাগ করতে হল।
ম্যাচ সেরা পুরস্কার পান চারিকাটা ইউনিয়ন ফুটবল দলের ৯নং জার্সিধারী খেলোয়াড় তাহির। মো জাহাঙ্গির আলমের সৌজন্যে ম্যান অব ম্যাচের ক্রেস্ট প্রদান করা হয়।
ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন তৈয়ব আলী। সহকারী রেফারি ছিলেন বশির আহমদ ও সালেহ আহমদ। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ সোমবার একই সময়ে হরিপুর ফুটবল মাঠে স্বাগতিক ফতেপুর ইউনিয়ন ফুটবল দল (এ) ও গোয়াইনঘাট উপজেলাধীন ফতেপুর ইউনিয়ন ফুটবল দল মাঠে নামবে।
Leave a Reply