ফুটবলার অন্বেষণ টুর্নামেন্ট ২০১৬-২০১৭ এর ১ম রাউন্ডের ৫ম ম্যাচে স্বাগতিক চিকনাগুল ইউনিয়ন ফুটবল দলের সাথে ড্র করলো জৈন্তাপুর ইউনিয়ন ফুটবল দল।
শুক্রবার বিকাল ৩টায় চিকনাগুল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে সারাক্ষণই টানটান উত্তেজনা বিরাজ করছিল।
টুর্নামেন্টের শুরু থেকেই জৈন্তাপুর ইউনিয়ন দলকে বি গ্রুপের ফেবারিট হিসেবে ধরা হয়েছিল; কিন্তু শুক্রবারের ম্যাচে স্বাগতিকদের দারুণ নৈপুণ্যের কাছে ধরা খেলো জৈন্তাপুর ইউনিয়ন ফুটবল দল। ১ম ম্যাচে সৃজনশীল ফুটবল খেলে ফতেপুর ইউনিয়ন ফুটবল দলকে (বি) ২-০ গোলে হারিয়ে ছিল। তবে তাদের ২য় ম্যাচ শেষে সর্বমোট ৪ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষ স্থান ধরে রাখলো।
ম্যাচ সেরার পুরুস্কার পান চিকনাগুল ইউনিয়ন দলের ৩নং জার্সিধারী খেলোয়াড় আনা। মো জাহাঙ্গির আলমের সৌজন্যে ম্যান অব ম্যাচের ক্রেস্ট তার হাতে তুলে দেন জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি কয়ছর আহমদ।
ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ফারুক আহমদ। সহকারী রেফারি ছিলেন তৈয়ব আলী ও শামীম আহমদ।
শনিবার চারিকাটার আঞ্জাগাম ফুটবল মাঠে স্বাগতিক চারিকাটা ইউনিয়ন ফুটবল দলের বিরুদ্ধে মাঠে নামবে নিজপাট ইউনিয়ন ফুটবল দল।
Leave a Reply