ফুটবলার অন্বেষণ টুর্নামেন্ট ২০১৬-১৭ এর ১ম রাউন্ডের ৪র্থ ম্যাচে স্বাগতিক দরবস্ত ইউনিয়ন ফুটবল দলের সাথে ড্র করেছে ফতেপুর ইউনিয়ন ফুটবল দল (বি) দল।
বৃহস্পতিবার বিকাল ৩টার সময় দরবস্ত মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
রক্ষণভাগে কৌশলী নৈপুণ্য প্রদর্শনের জন্য দরবস্ত ইউনিয়ন দলের এরশাদকে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করা হয়।
প্রতিদিনের মতো এই ম্যাচেও মো জাহাঙ্গির আলমের সৌজন্যে ক্রেস্ট প্রদান করেন দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার ও জৈন্তাপুর ফুটবল ফেডারেশনের সভাপতি কামাল আহমদ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শামীম আহমদ। সহকারী রেফারি ছিলেন তৈয়ব আলী ও বশির আহমদ।
শুক্রবার চিকনাগুল ফুটবল মাঠে স্বাগতিক চিকনাগুল ইউনিয়ন ফুটবল দলের মুখোমুখি হবে জৈন্তাপুর ইউনিয়ন ফুটবল দল।
Leave a Reply