ফুটবলার অন্বেষণ টুর্নামেন্ট ২০১৬-২০১৭ এর প্রথম রাউন্ডের ২য় ম্যাচে জৈন্তাপুর ইউনিয়ন ফুটবল দল ২-০ গোলে জয়ী হয়েছে।
সোমবার বিকেলে হরিপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় স্বাগতিক ফতেপুর ইউনিয়ন ফুটবল দলকে (বি) পরাজিত করে জৈন্তাপুর ইউনিয়ন ফুটবল দল। খেলার ২০ মিনিটে সালমান ও ৬৮ মিনিটে শাহিন (২) গোল দুটি করেন।
মো জাহাঙ্গির আলমের সৌজন্যে মিডফিল্ডে দৃষ্টিনন্দন ফুটবল প্রদর্শনের জন্য জৈন্তাপুর ইউনিয়ন ফুটবল দলের শরিফ উদ্দিনকে ম্যান অব ম্যাচের পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
ফতেহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আব্দুর রশিদ, জৈন্তাপুর উপজেলা ফুটবল ফেডারেশনের সভাপতি কামাল আহমদ, বিশিষ্ট সমাজসেবী হেলাল উদ্দিন, ইমরান আহমদ বিলাল ও কামরুল ইসলাম সহ অসংখ্য দর্শক ম্যাচটি উপভোগ করেন।
রেফারি ছিলেন তৈয়ব আলী। সহকারী রেফারি ছিলেন সাইফুল ইসলাম ও নিজাম উদ্দিন। এয়াড়া চতুর্থ রেফারি হিসেবে বশির উদ্দিন দায়িত্ব পালন করেন।
মঙ্গলবার একই সময়ে গুলনি ফুটবল মাঠে টুর্নামেন্টের ৩য় ম্যাচে গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়ন ফুটবল দলের প্রতিপক্ষ হিসেবে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়ন ফুটবল দল মাঠে নামবে।
Leave a Reply