নিজস্ব প্রতিবেদক : মহানগরীর ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করার দাবিতে ফুটপাত বাঁচাও রাস্তা বাঁচাও আন্দোলন সিলেট সমাবেশ, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করেছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে সমাবেশ করা হয়। পরে সংগঠনের আহ্বায়ক এহসানুল হক তাহেরের নেতৃত্বে পাদযাত্রা বের হয়।
পদযাত্রা করে সংগঠনের নেতাকর্মীরা সিলেট সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন।
এতে মহানগরীর সকল ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করে লোক ও যান চলাচল নির্বিঘ্ন করার দাবি জানানো হয়।
Leave a Reply