নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর ফুটপাতের অবৈধ দখলদারদের গডফাদারদের নামের তালিকা আদালতে জমা দেয়া হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌসুল হোসেন সোমবার সকালে মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে উপস্থিত হয়ে ১৫-২০ জন গডফাদারের নামতালিকা পেশ করেন।
গত ২৫ মে মহানগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করে দখলদার হকারদের গডফাদার তালিকা ৭ দিনের মধ্যে আদালতে জমা দিতে মুখ্য মহানগর হাকিম নির্দেশ দেন।
এর পরপরই পুলিশের সহায়তা নিয়ে সিসিক ফুটপাত অবৈধ দখলমুক্তকরণ অভিযানে নামে; কিন্তু গডফাদারদের তালিকা নির্ধারিত সময়ে জমা না দেয়ায় মুখ্য মহানগর হাকিম মেয়র ও ওসিকে আদালতে তলব করেন।
Leave a Reply