ফিলিস্তিনের নিরস্ত্র সাধারণ জনগণের উপর ইসরাইলের নগ্ন সন্ত্রাসী হামলা এবং নির্বিচারে নারী ও শিশু হত্যার প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সম্মুখে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা সভাপতি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, নির্বাহী সভাপতি মো নুরুল হুদা ভূঁইয়া, সহ সভাপতি বদরুল আলম, রাসেল মাহবুব ও ডা লোকমান হেকিম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা দেব দুলাল দে পরাগ, সহ সাধারণ সম্পাদক সৈয়দ এমদাদুল হক ফাহিম, সাংগঠনিক সম্পাদক মো সালমান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক (উত্তর) আসাদুজ্জামান রনি, মহানগর সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আলম আলমাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল কাদির জীবন, সহ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আইনুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোশাহিদ বিন মোসাব্বির ও সদস্য সৈয়দ তায়েফ উজ্জামান।
Leave a Reply