NATIONAL
Chief Adviser Professor Dr Muhammad Yunus said that the interim government is committed to holding elections within the stipulated time frame
সংবাদ সংক্ষেপ
আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা প্রতিহত করা হবে : নাসির উদ্দিন পাটোয়ারী দিরাই রিপোর্টার্স ইউনিটির আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চা শ্রমিকদের মানবেতর জীবন থেকে মুক্তি দিতে যথাযথ উদ্যোগ নিবে বিএনপি : খন্দকার মুক্তাদির সিলেটের জৈনপুরে মহালক্ষী ভৈরবী গ্রীবা মহাপীঠে বার্ষিক পূজা শুরু ৪ এপ্রিল গাজায় ইসরাইলের হামলা ও গণহত্যার প্রতিবাদে ছাত্র মজলিসের মিছিল-সমাবেশ বিয়ানীবাজার থেকে বিদেশী মদ সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ দিরাইয়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত নবীগঞ্জে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন হয়েছিলো ২২ মার্চ || এবার কোনো কর্মসূচি নেই হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত || ঈদের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ক্ষমতা একটি বিরাট পরীক্ষা : শাল্লায় ইফতার মাহফিলে শিশির মনির গণতন্ত্রকামী জনগণকে ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে : আব্দুল কাইয়ুম চৌধুরী লন্ডনে ‘প্রবাসীদের ক্ষমতায়ন অধিকার স্বীকৃতি ও জাতি গঠন’ শীর্ষক সেমিনার ইফতার ও দোয়া কানাইঘাটে কাতার প্রবাসী রশিদ আহমদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার ৪৮ ঘণ্টার মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ায় ১০ কেজি গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর প্রফেসর ড জসিম উদ্দিন

ফিরে দেখা ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর : আল আজাদ

  • রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭

১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর। নির্ধারিত যুদ্ধক্ষেত্র ছিল ঐতিহ্যবাহী এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজ, যা তখন সরকারি কলেজ নামে পরিচিত ছিল। ছাত্র সংগ্রাম পরিষদ যুদ্ধাপরাধীদের উত্তরসূরিদের সংগঠন ছাত্র শিবিরকে বিতাড়িত করবে ক্যাম্পাস থেকে। কারণ ঐ মৌলবাদী ছাত্র সংগঠনটি অশান্ত করে তুলেছিল গোটা সিলেটের শিক্ষাঙ্গনকে। ছাত্র সংগ্রাম পরিষদের মূল লক্ষ্য ছিল, আগে এমসি কলেজকে ‘রগকাটা রাজনীতি’ মুক্ত করার। তাই কয়েকদিন ধরে প্রস্তুতি গ্রহণ করা হয়।
তখন থাকতাম এমসি কলেজ মাঠ সংলগ্ন দক্ষিণ বালুচর এলাকায়। বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী আমার মেজোভাই সুজাত মনসুর ছিল ছাত্র রাজনীতিতে অত্যন্ত সক্রিয়। সেই সুবাদে প্রস্তুতি পর্বের একটা অংশ সম্পন্ন হয়েছিল আমাদের বাসায়। সকাল ১০টার দিকে ছাত্র ইউনিয়নের কিছু নেতাকর্মী সেই প্রস্তুতি সম্পন্ন করে এমসি কলেজের দিকে অগ্রসর হলে আমি বাসা থেকে বের হয়ে আগের সিদ্ধান্ত মতো সোবহানিঘাট এলাকায় পরবর্তী সময়ে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরীর বাসায় চলে যাই। সেখানে ছিলেন আরো কয়েকজন রাজনৈতিক নেতা। আমাদের দায়িত্ব ছিল টেলিফোনে সার্বিক পরিস্থিতির খবর সংগ্রহ এবং সরবরাহ করা অর্থাৎ যতটা সম্ভব সমন্বয় সাধন করা। নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। আর আমি যোগাযোগ রাখছিলাম এমসি কলেজ কর্তৃপক্ষ, সাংবাদিক ও পুলিশের সঙ্গে। মাঝে মধ্যে ফোন আসছিল ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে। ইতোমধ্যে দেশের অনেক জায়গায় জানাজানি হয়ে গিয়েছিল যে, সিলেটে ‘রগকাটা রাজনীতি’র কবর রচনা হতে যাচ্ছে। প্রতিটি মুহুর্ত আমাদের গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছিল।
সকাল ১১টার দিকে প্রথম খবর আসে আম্বরখানা থেকে, গোলাপগঞ্জ এমসি একাডেমির নবম শ্রেণির ছাত্র এনামুল হক জুয়েল শহীদ হয়েছে। ছাত্র শিবিরের ধাওয়া খেয়ে হুরায়রা ম্যানশনের (তখন নাম ছিল হোসনা ম্যানশন) দোতলায় উঠতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। তাকে সাথে সাথে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার জীবনাবসান হয়। এ খবর মুহুর্তেই ছড়িয়ে পড়ে চারদিকে। অন্যদিকে এমসি কলেজে ছাত্র সংগ্রাম পরিষদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়ে গেছে ততক্ষণে। এতে আহত নেকড়ের মতো ক্ষেপে যায় ছাত্র শিবির। তাই চৌহাট্টা, আম্বরখানা ও শাহী ঈদগা এলাকাকে পরিণত করে রণক্ষেত্রে। সশস্ত্র আক্রমণ চালাতে থাকে সাধারণ ছাত্রদের উপরও। পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ, যে কারণে ছাত্র শিবির বেশ সুযোগ পেয়ে যায় বলে অভিযোগ উঠে। এই সুযোগেই শাহী ঈদগা এলাকায় এমসি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মুনির-ই-কিবরিয়া চৌধুরী ও মদন মোহন কলেজের স্নাতক (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র তপন জ্যোতি দে পুলককে গুরুতর আহত করে। সবমিলিয়ে ঐদিন আহত হয় ৩৫ জন। পুলিশ গ্রেফতার করে তখনকার যুবলীগের জেলা সভাপতি ইফতেখার হোসেন শামীম ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের ১২ জনকে। এছাড়া এমসি কলেজ, সরকারি কলেজ, মদন মোহন কলেজ ওসরকারি আলিয়া মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করা হয়।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তপন জ্যোতি দে পুলক (বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কচুখালি গ্রামে) ২৬ সেপ্টেম্বর ভোরে আর মুনির-ই-কিবরিয়া চৌধুরী (বাড়ি সিলেট মহানগরীর আগপাড়া এলাকায়) সন্ধ্যায় শাহাদাত বরণ করে।
উলে­খ্য, মুনির-ই-কিবরিয়া চৌধুরী, তপন জ্যোতি দে পুলক ও এনামুল হক জুয়েল জাসদ-এর সহযোগী সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল।
এই তিন বীর শহীদের রক্তে সিক্ত সিলেট তখন ঠিকই ‘রগকাটা রাজনীতি’ মুক্ত হয়েছিল; কিন্তু কয়েকদিন না যেতেই সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি মহাবিদ্যালয়ে আব্দুস সালাম নামের এক ছাত্র শিবির কর্মীর প্রশ্নবিদ্ধ মৃত্যুকে কেন্দ্র করে ‘রগকাটা রাজনীতি’র প্রবর্তক দুষ্টচক্রটি আবার সিলেটের রাজনীতির মাঠে আবির্ভুত হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest