আল আজাদ : ৩ মার্চ বুধবার আন্দোলন আরো ক্ষিপ্র হয়ে উঠে। ঢাকায় আগের রাত থেকে ঐদিন পর্যন্ত সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে ১৬ জন প্রাণ হারান এবং অসংখ্য আহত হন। সংগ্রামী জনতা আগের রাতের শহীদের মরদেহ নিয়ে খণ্ড খণ্ড মিছিল বের করে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-শিক্ষকরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে রাজারবাগ পুলিশ লাইন সেনাবাহিনী দখল করে নিয়েছে-এ ধরনের একটি গুজব ছড়িয়ে পড়লে মানুষ যার যা আছে তাই নিয়ে সেখানে হাজির হয়।
গুলির ঘায়ে আহতদের জন্যে রক্ত দিতে ঢাকা মেডিক্যাল কলেজে এত বেশি ভীড় জমে উঠে যে, রক্ত নেওয়ার জন্যে শেষপর্যন্ত ডাক্তারের সংখ্যা অপ্রতুল হয়ে যায়। সেখানে তখন সারি সারি মরদেহ আর বুকফাটা আর্তনাদ। শত শত লোক শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মর্গে এসে ভীড় জমায়। কয়েকজন ছাত্র মর্গেই কান্নাই ভেঙ্গে পড়েন।
সকালে বটতলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে গণহত্যার প্রতিবাদে একটি সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তখন চরম উত্তেজনা বিরাজ করছিল। ছাত্ররা ছোট ছোট সভায় মিলিত হয়ে গণহত্যার প্রতিবাদ জানাতে থাকেন। সকালে ৫টি মরদেহ নিয়ে ছাত্র-জনতার একটি শোক মিছিল বের হলে এক মর্মস্পর্শী দৃশ্যের অবতারণা হয়।
ছাত্র ইউনিয়ন শহিদমিনারে একটি সমাবেশের আয়োজন করে। আরো কয়েকটি ছাত্র সংগঠনের পক্ষ থেকেও একই স্থানে পৃথক পৃথক সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশের সর্বত্র হরতাল পালিত হয়। চট্টগ্রামে ৭৯ জন গুলিতে প্রাণ হারান। এছাড়া প্রায় ৩শ জন আহত হন।
রাষ্ট্রপতি ভবন থেকে এক ঘোষণায় ইয়াহিয়া খান সংকট নিরসনের লক্ষ্যে জাতীয় পরিষদের সংসদীয় দলের ১১ জন নেতাকে ১০ মার্চ ঢাকায় একটি বৈঠকে মিলিত হবার আমন্ত্রণ জানালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা প্রত্যাখ্যান করেন।
বিকেলে পল্টন ময়দানে এক জনসভায় বঙ্গবন্ধু শান্তিপূর্ণভাবে সত্যাগ্রহ আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান।
তিনি বলেন, আমাদেরকে মৃত্যু ভয় দেখিয়ে লাভ নেই। আমরা প্রাণ দিতে জানি। আমাদের অর্থে পরিচালিত সেনাবাহিনীকে বিদেশী শত্রুর হামলা মোকাবেলার জন্যে রাখা হয়েছে, বাঙালিদের মারার জন্যে নয়।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নির্ভীকভাবে সংবাদ পরিবেশন করুন। কারো বিধি-নিষেধ মানবেন না।
হরতাল চলাকালে সকালে সিলেটে নয়াসড়কে খাজাঞ্চী বাড়িতে অবস্থিত ইপিআর সেক্টর সদর দফতর থেকে ছাত্র-জনতার একটি বিক্ষোভ মিছিলে গুলি বর্ষণ করা হয়। এতে যেন বারুদে আগুন লাগে। সেই সাথে গুজব ছড়িয়ে পড়ে, একজন নিহত হয়েছেন। অমনি চারদিক হতে মুক্তিপাগল মানুষ দলে দলে ছুটে গিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। বেলা আনুমানিক ১টায় পশ্চিমা সেনা কর্মকর্তা সরফরাজ খান সেখানে পৌঁছলে অনেকের মধ্যেই স্বজন হত্যার প্রতিশোধ গ্রহণের তীব্র স্পৃহা জেগে উঠে। তবে উপস্থিত নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন।
বিকেল ৪টার দিকে রেজিস্টারি মাঠে ছাত্রলীগ একটি সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, সংগঠনের জেলা সভাপতি সদর উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুনিম, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকসুদ ইবনে আজিজ লামা।
সন্ধ্যা সাড়ে ৭টা থেকে অপ্রত্যাশিতভাবে ১২ ঘণ্টার জন্যে সান্ধ্য আইন জারি করা হয়। তবে তা উপেক্ষা করে জনগণ রাজপথে নেমে এলে গ্রেফতার করা হয় ৩৩ জনকে। এর মধ্যে কারও কারও উপর অকথ্য নির্যাতনও চালানো হয়।
সুনামগঞ্জে সর্বাত্মক হরতাল পালিত হয়; কিন্তু স্বাধীন বাংলার পতাকা উত্তোলনকে কেন্দ্র করে ছাত্রনেতাদের সঙ্গে পশ্চিমা পুলিশের সংঘর্ষ বাঁধে।
Leave a Reply