NATIONAL
RAB arrests 4 people including main accused in Sohel murder case in Zakiganj within 48 hours
সংবাদ সংক্ষেপ
মৌলভীবাজারে আলোচনা সভায় নতুন বাংলাদেশকে জুলাই আকাঙ্ক্ষার চেতনায় গড়ে তোলার আহবান মাধবপুররে ৫০ কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ আহত নীরবকে ইতালির দিরাই সমাজকল্যাণ সমিতির আর্থিক সহায়তা বিশ্বম্ভরপুরে কৃষক দলের যুগ্মআহবায়ককে বিএনপি আহবায়কের হুমকির প্রতিবাদ ন্যাপ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুল ওদুদের সহধর্মিণীর ইন্তেকাল সামনের দিনে দেশের আলোকবর্তিকা হবে জাতীয় পার্টি : মাধবপুরে মহাসচিব ব্যারিস্টার শামীম সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল সমাবেশ ঈদগা-ইকোপার্ক সড়কের আরসিসি ঢালাই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় মহিষ আটক বাড়ি মেরামতকালে দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীর মৃত্যু || আহত স্ত্রী হাসপাতালে ব্রজকিশোর গোস্বামী মোহন্ত তিরোধান তিথি উপলক্ষে সংকীর্ত্তন ২১ জুলাই থেকে কার্ডিফ শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন বিশ্ব জনসংখ্যা দিবস উপলেক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিকৃবিতে বৃক্ষরোপণ উদ্বোধন সামগ্রিক বৈষম্য দূরীকরণে প্রকৃত প্রাথমিক শিক্ষার বিকল্প নেই : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিএনপি অপরাধ ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল : জালালপুরে কাইয়ুম চৌধুরী

ফিরে দেখা : বাঙালির গর্জে উঠার মার্চ প্রতিরোধের মার্চ স্বাধীনতার মার্চ ১৯৭১

  • শুক্রবার, ১১ মার্চ, ২০২২

আল আজাদ : ১১ মার্চ বৃহস্পতিবার গণআন্দোলনে উত্তাল বাংলায় তখন পাকিস্তানি শাসন বলতে গেলে নেই। সবকিছুই চলছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে। তাই প্রতিদিনই তার পক্ষে বিভিন্ন নির্দেশনা জারি করা হচ্ছিল, যাতে সবকিছু সুষ্ঠুভাবে চলে। চক্রান্তকারীরা যেন কোন ধরনের বিভ্রান্তি ছড়িয়ে সংগ্রামের অগ্রযাত্রায় কোনরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে।
এদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ এক বিবৃতিতে জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, গণআন্দোলন এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
উৎপাদন সর্বাধিক বৃদ্ধি সহ অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোদমে চালিয়ে যাওয়ার উদাত্ত আহবান জানিয়ে তিনি বিবৃতিতে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, আমাদের অর্থনীতি ধ্বংস ও ক্ষুধার্থ মানুষের দুঃখ-দুর্দশা বৃদ্ধির জন্য কায়েমী স্বার্থবাদী মহল ও গণবিরোধীচক্র যে ষড়যন্ত্র চালাচ্ছে আমরা তা ব্যর্থ করে দিতে বদ্ধপরিকর। তাই সকল ক্ষেত্রে উৎপাদন অব্যাহত রাখতে হবে। সর্বাধিক কৃচ্ছতা সাধনেরও প্রয়োজন। সংগ্রাম সফল করার উদ্দেশ্যে অর্থনৈতিক কাজে নিয়োজিত সকলকে কঠোরভাবে নিয়মশৃঙ্খলা মেনে চলতে হবে।
জনজীবনে অন্যান্য অপিরহার্য কার্যকলাপ পরিচালনার লক্ষ্যে বিবৃতিতে একটি কর্মসূচিও ঘোষণা করা হয়।
এসময় সাংবাদিক ও রাজনৈতিক মহলে রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের খুব শিগগির ঢাকা সফর সম্পর্কে জল্পনা কল্পনা চলতে থাকে।
স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করার আগে ৬ মার্চের বেতার ভাষণ প্রত্যাহারের জন্যে রাষ্ট্রপতির প্রতি দাবি উত্থাপন করে।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও আতাউর রহমান খান আলাদা আলাদাভাবে বিভিন্ন স্থানে সভা করতে থাকেন।
ন্যাপ (ওয়ালী) সংগ্রামকে আরো শক্তিশারী ও সংগঠিত করার জন্যে জনগণের প্রতি আহবান জানায়।
লেখক, শিল্পী ও বুদ্ধিজীবীরা নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest