আল আজাদ : ১১ মার্চ বৃহস্পতিবার গণআন্দোলনে উত্তাল বাংলায় তখন পাকিস্তানি শাসন বলতে গেলে নেই। সবকিছুই চলছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে। তাই প্রতিদিনই তার পক্ষে বিভিন্ন নির্দেশনা জারি করা হচ্ছিল, যাতে সবকিছু সুষ্ঠুভাবে চলে। চক্রান্তকারীরা যেন কোন ধরনের বিভ্রান্তি ছড়িয়ে সংগ্রামের অগ্রযাত্রায় কোনরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে।
এদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ এক বিবৃতিতে জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, গণআন্দোলন এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
উৎপাদন সর্বাধিক বৃদ্ধি সহ অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোদমে চালিয়ে যাওয়ার উদাত্ত আহবান জানিয়ে তিনি বিবৃতিতে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, আমাদের অর্থনীতি ধ্বংস ও ক্ষুধার্থ মানুষের দুঃখ-দুর্দশা বৃদ্ধির জন্য কায়েমী স্বার্থবাদী মহল ও গণবিরোধীচক্র যে ষড়যন্ত্র চালাচ্ছে আমরা তা ব্যর্থ করে দিতে বদ্ধপরিকর। তাই সকল ক্ষেত্রে উৎপাদন অব্যাহত রাখতে হবে। সর্বাধিক কৃচ্ছতা সাধনেরও প্রয়োজন। সংগ্রাম সফল করার উদ্দেশ্যে অর্থনৈতিক কাজে নিয়োজিত সকলকে কঠোরভাবে নিয়মশৃঙ্খলা মেনে চলতে হবে।
জনজীবনে অন্যান্য অপিরহার্য কার্যকলাপ পরিচালনার লক্ষ্যে বিবৃতিতে একটি কর্মসূচিও ঘোষণা করা হয়।
এসময় সাংবাদিক ও রাজনৈতিক মহলে রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের খুব শিগগির ঢাকা সফর সম্পর্কে জল্পনা কল্পনা চলতে থাকে।
স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করার আগে ৬ মার্চের বেতার ভাষণ প্রত্যাহারের জন্যে রাষ্ট্রপতির প্রতি দাবি উত্থাপন করে।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও আতাউর রহমান খান আলাদা আলাদাভাবে বিভিন্ন স্থানে সভা করতে থাকেন।
ন্যাপ (ওয়ালী) সংগ্রামকে আরো শক্তিশারী ও সংগঠিত করার জন্যে জনগণের প্রতি আহবান জানায়।
লেখক, শিল্পী ও বুদ্ধিজীবীরা নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখেন।
Leave a Reply