৫ মার্চ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দিতে গিয়ে সেনাবাহিনীর গুলিতে টঙ্গি শিল্প এলাকায় ৪ জন নিহত ও ১৪ জন আহত হন। তবে জনসাধারণ হতাহতের সংখ্যা আরো বেশি বলে দাবি করে। এ ঘটনার পর মানুষ অধিকতার বিক্ষুব্ধ হয়ে উঠে। বিভিন্ন রাজনৈতিক দল গুলি বর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানায়।
ওই দিনের হরতালে স্পষ্ট হয়ে উঠে যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশ অনুযায়ী জনগণ কাজ করছে। সরকারিভাবে জানানো হয়, সেনাবাহিনীকে ছাউনিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর শান্তি রক্ষার আবেদনে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে।
ছাত্রলীগের উদ্যোগে ঢাকায় লাঠি মিছিল বের করা হয়। লেখক-শিল্পীরা জনতার সংগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করে শহীদ মিনারে শপথ নেন।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, অধ্যাপক মোজাফফর আহমদ ও সৈয়দ আলতাফ হোসেন পৃথক পৃথক বিবৃতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান এবং গণহত্যার নিন্দা করেন।
লাহোরে ১৫ জন পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগ নেতাসহ অনেক বাঙালি ছাত্রকে গ্রেফতার করা হয়। পিপলস পার্টি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো তার দলের কয়েকজন নেতাকে নিয়ে রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের সাথে দেখা করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ এক বিবৃতিতে বলেন, সেনাবাহিনী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর ও সিলেটসহ বিভিন্ন স্থানে নিরস্ত্র বেসামরিক নাগরিক ও শ্রমিকদেরকে হত্যা করে চলেছে।
আওয়ামী লীগের পক্ষ হতে জনসাধারণকে আরো কিছু নির্দেশ দেয়া হয়। আওয়ামী লীগ একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করে।
ছাত্রলীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুকে স্বাধীন বাংলাদেশ সরকার ঘোষণার জন্য চাপ দিতে থাকেন।
Leave a Reply