আল আজাদ : ৪ মার্চ বৃহস্পতিবার সান্ধ্য আইনের কোন কার্যকারিতা না থাকায় সামরিক আইন কর্তৃপক্ষ তা তুলে নেয়। তবে বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করে।
ঢাকাসহ প্রদেশের সর্বত্র পূর্ণ হরতাল পালিত হয়। কার্যত: পূর্ব বাংলার বেসামরিক শাসন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়ে। টিএন্ডটি কর্মচারীরা বেলা দু’টা পর্যন্ত দূরবর্তী কল বুক করা ও তারবার্তা পাঠানো থেকে বিরত থাকেন।
চট্টগ্রামে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। গোলযোগে ৯ জন নিহত ও ৫০ জন আহত হন। সেনাবাহিনীর গুলিতে খুলনায় ৬ জন মারা যান।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এক বিবৃতিতে লাহের প্রস্তাবের ভিত্তিতে ৭ কোটি বাঙালির স্বাধীনতা ও সার্বভৌমত্বের দাবি জানিয়ে বলেন, ১৯৪৭ সাল থেকে বিভিন্ন সরকার পাকিস্তানের সংহতি ও ইসলামের নামে জনগণকে ভাওতা দিয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্দোলনের কর্মসূচি ব্যাখ্যা করে এক বিবৃতিতে বলেন, চরম আত্মত্যাগ ছাড়া মুক্তি আসে না।
আবুজর গিফারী মহাবিদ্যালয়ের সামনে শহীদ ফারুক ইকবালের সমাধি প্রাঙ্গণে জনসভা অনুষ্ঠিত হয়। শহীদের পিতা আফসার উদ্দিন স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে বলেন, এক সন্তান হারিয়ে আমি বাংলার সাত কোটি সন্তান পেয়েছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ছাত্রলীগের পক্ষ থেকে জনগণ ও ছাত্রদের প্রতি ৫টি আবেদন জানানো হয়।
কেন্দ্রীয় শহিদমিনারে ছাত্র সংগঠনগুলো পৃথক পৃথক সভা ও মিছিলের আয়োজন করে। রাতে মশাল মিছিল বের হয়।
সাংবাদিক ইউনিয়ন গণআন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে। বেতার ও টেলিভিশন শিল্পীরা এক বিবৃতিতে বলেন, যত দিন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে এবং ছাত্রসমাজ সংগ্রামে লিপ্ত থাকবে ততদিন তারা বেতার-টিভির অনুষ্ঠানে যোগ দেবেন না।
খুব সকাল থেকেই আগের দিনে গ্রেফতারকৃত ৩৩ জনের মুক্তির দাবিতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিছিলসহ সিলেট কোতয়ালি থানা প্রাঙ্গণে সমবেত হতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে সেই ৩৩ জনকে মুক্তি দেয়া হয়। বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও সামরিক আইন কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ে আলোচনায় বসে। এতে প্রচণ্ড বাক-বিতণ্ডা হয়।
Leave a Reply