এনা, নিউইয়র্ক : জাতিসংঘ সাধারণ পরিষদে কিউবার সাবেক প্রেসিডেন্ট ও কিউবা বিপ্লবের স্থপতি ফিদেল ক্যাস্ত্রোর প্রতি সম্মান প্রদর্শনে আয়োজিত স্মরণসভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন সবাইকে ১৯৭৩ সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত ন্যাম সম্মেলনকালে ফিদেল ক্যাস্ত্রোর সেই ঐতিহাসিক উক্তিটি স্মরণ করিয়ে দেন ‘আমি হিমালয় দেখিনি-শেখ মুজিবকে দেখলাম।’
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ফিদেল ক্যাস্ত্রোর প্রথম সাক্ষাতের সময় কিউবার মহান নেতা এ্ই উক্তিটি করেন, যা ইতিহাসের অনন্য অধ্যায় হয়ে আছে।
রাষ্ট্রদূত বলেন, সেই সাক্ষাতের সময় এই দুই মহান নেতা সমসাময়িক বৈশ্বিক ঘটনা নিয়ে আলোচনা করেছিলেন। তারা এমন একটি শান্তিময় বিশ্বের স্বপ্ন দেখেছিলেন যেখানে দারিদ্র, সংঘাত ও কোন ধরনের অবিচার থাকবে না।
তিনি আরও উল্লেখ করেন, সাক্ষাৎ শেষে ফিদেল ক্যাস্ত্রো বঙ্গবন্ধুকে জড়িয়ে ধরে বলেছিলেন, ‘আমি হিমালয় দেখিনি-শেখ মুজিবকে দেখলাম। ব্যক্তিত্ব ও সাহসে মানুষটি হিমালয় সমতুল্য। তাকে দেখে আমি হিমালয় দেখার অভিজ্ঞতা অর্জন করলাম।’
স্থায়ী প্রতিনিধি ফিদেল কাস্ত্রোর অসাধারণ ব্যক্তিত্ব, অসীম সাহস ও দূরদৃষ্টির উল্লেখ করে বলেন, তিনি শুধুমাত্র কিউবাকেই উদ্বুদ্ধ করেননি, অনেক উন্নয়নশীল দেশকে দারিদ্র, অসাম্য ও অবিচারের বিরুদ্ধে লড়াই করে পুনরুত্থানে অনুপ্রাণিত করেছেন।
তিনি আরো বলেন, ফিদেল ক্যাস্ত্রোর আজন্ম বাসনা ছিল ন্যায় ও সাম্যভিত্তিক একটি বিশ্বব্যবস্থা গড়ে তোলা। তিনি আধুনিক কিউবার স্থপতি, ন্যামের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং অসহায় মানুষের কন্ঠস্বর হিসাবে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশ এই মহান ব্যক্তিত্বের জীবন ও কর্মকে সবসময় স্মরণ করবে।
Leave a Reply