সিলেটে কিউবার নেতা ফিদেল ক্যাস্ট্রোর প্রয়াণে বামপন্থী দলগুলোর সমন্বয়ে গঠিত কমরেড ফিদেল ক্যাস্ট্রো শোকসভা কমিটির উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমরেড ফিদেল ক্যাস্ট্রো শোকসভা কমিটির আহ্বায়ক ব্যারিস্টার মো আরশ আলী। পরিচালনায় ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, হাবিবুল ইসলাম খোকা প্রমুখ।
শোকসভার শুরুতে ফিদেল ক্যাস্ট্রোর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এছড়া উদীচী শিল্পী গোষ্ঠী কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশন করে।
এর আগে রেজিস্ট্রারি মাঠ থেকে একটি শোকমিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদমিনারে পৌঁছে।
Leave a Reply