বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা উদ্যোগে কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুতে রবিবার বিকাল ৪টায় নজরুল একাডেমিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন দলের জেলা সদস্য অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব। পরিচালনা করেন সদস্য সুশান্ত সিনহা সুমন। বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো আরশ আলী, জেলা ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আইয়ুব আলী প্রমুখ।
স্মরণসভার শুরুতে প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এছাড়া কমরেড ফিদেল ক্যাস্ত্রোর জীবন সংগ্রামের উপর দলের পক্ষে শ্রদ্ধাঞ্জলি পত্র পাঠ করেন রুবাইয়াৎ আহমেদ।
বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে বিশ্ব সাম্রাজ্যবাদী শিবিরের ভীতি প্রদর্শন, ষড়যন্ত্র ও আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়ে কিউবায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা এবং তাকে রক্ষার সংগ্রামে প্রশংসনীয় নেতৃত্ব দানকারীর ভূমিকা পালন করেছিলেন এই বীর কমিউনিস্ট বিপ্লবী নেতা।
এর আগে একটি শোকমিছিল রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নজরুল একাডেমিতে গিয়ে শেষ হয়।
এরপর বাসদ (মার্কসবাদী), বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও শিশু কিশোর মেলা জেলার পক্ষ থেকে ফিদেল ক্যাস্ত্রোর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
Leave a Reply