কিউবার মহান বিপ্লবী বিশ্ব সামজতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা কমরেড ফিডেল ক্যাস্ত্রোর মৃত্যুতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে রবিবার বিকেলে আম্বারখানায় দলীয় কার্যালয়ে শোকসভার আয়োজন করা হয়।
বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও ছাত্রফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন রাজনৈতিক বিশ্লেষক ড নেছার আহমদ কায়ছার ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নাজিকুল ইসলাম রানা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন বেপারী, অরুণ চন্দ, ছাত্রফ্রন্ট নেতা এম এ ওয়াদুদ, সঞ্জয় শর্মা প্রমুখ।
শোকসভার শুরুতে ফিডেল ক্যাস্ত্রোর প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা বলেন, ফিডেল ক্যাস্ত্রোর জীবন বিপ্লবী সংগ্রামের এক মহাকাব্য। তিনি সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের প্রেরণা হয়ে চির জাগরুক থাকবেন। দেশে দেশে শোষণ মুক্তি তথা জাতীয় মুক্তির আন্দোলনের প্রেরণা উৎস হয়ে থাকবেন।
শোকসভা শেষে দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে শোকমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে স্থাপিত ফিডেল ক্যাস্ত্রোর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
Leave a Reply