নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি মহিলা কলেজের মৃত্যুঞ্জয়ী শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে ফিজিওথেরাপির জন্যে সাভারে সিআরপিতে নেয়া হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টায় তাকে ঢাকার স্কয়ার হাসপাতাল থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান সিআরপিতে নেয়া হয়।
এ বছরের ৩রা অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে পরীক্ষা শেষে হল থেকে বের হবার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বদরুল আলমের নৃশংস হামলায় খাদিজা বেগম নার্গিস গুরুতর আহত হন। প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়; কিন্তু তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাতেই নিয়ে যাওয়া হয় স্কয়ার হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলে। তবে তার বাম হাত ও বাম পা এখনো কাজ করছেন না। চিকিৎসদের আশা, সিআরপিতে ফিজিওথেরাপিতে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদিজা বেগম নার্গিসের চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেন।
Leave a Reply