সিলেটে ফার্মাসিউটিক্যালস ডিস্ট্রিবিউশন ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক কর্মচারীর মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে ।
এ উপলক্ষে শনিবার মহানগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ।
ফার্মাসিউটিক্যালস ডিস্ট্রিবিউশন ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশের বিভাগীয় প্রতিনিধি, এ্যাস্ট্র বায়ো ফার্মার ইনচার্জ ফারুক হাসান সুজনের সভাপতিত্বে ও আল মদিনা ফার্মার সিলেট ইনচার্জ আনিছুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ অধ্যক্ষ সমিতির মহাসচিব অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার এবং যুব সংগঠক ও উদ্যোক্তা ফারমিস আক্তার। স্বাগত বক্তব্য রাখেন, বেনহাম ফার্মার জুবায়েল হক নয়ন, র্যাংস ফার্মার রেজাউল করিম, অরগানিক হেলথ কেয়ারের কাউসার আহমদ, ওয়ান ফার্মার এইচ নোমান, গ্লোবেক্স ফার্মার এস কে সাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply