সুশাসন ও ন্যায্যতার জন্য, নারীর ক্ষমতায়ন ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল মানুষ তথা সমাজ পরিবর্তনের পথিকৃৎ ফাদার রিচার্ড উইলিয়াম টিমের মৃত্যুতে বেসরকারি সংস্থা ডরপ গভীর শোক প্রকাশ করেছে।
মঙ্গলবার এক শোকবার্তায় ডরপ পরিবার ফাদার টিমের আত্মার চিরশান্তি কামনা করে।
শোকবার্তায় বলা হয়, ১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলীয় অঞ্চলে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের পরে নটরডেম কলেজের অধ্যক্ষের পদ ছেড়ে দিয়ে ত্রাণ ও পুনর্বাসন কাজে যোগ দেন ফাদার রিচার্ড উইলিয়াম টিম। বৃহত্তর বরিশাল জেলার ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা ইউনিয়ন ও নোয়াখালীর রামগতিকে কেন্দ্র করে দুর্গতদের সেবা, উন্নয়ন ও মানবাধিকার কাজে নিয়োজিত হন তিনি। সে সময় থেকে এখন পর্যন্ত মনপুরার সবাই তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে।
উল্লেখ্য, ফাদার রিচার্ড উইলিয়াম টিম বার্ধক্যজনিত কারণে ৯৭ বছর বয়সে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় মৃত্যুবরণ করেন।
Leave a Reply