তাহিরপুর প্রতিনিধি : অবিলম্বে পিআইসি গঠন করে হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ শুরুর দাবিতে সুনামগঞ্জের তাহিরপুরে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে তাহিরপুরের মাটিয়ান হাওর পারে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার উদ্যোগে ও কৃষকদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, পিআইসি গঠন করে নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ করতে না পারলে হাওরবাসীর দুর্ভোগের সীমা থাকবে না। তখন সংশ্লিষ্টদের এর দায় নিতে হবে।
Leave a Reply