সুনামগঞ্জ প্রতিনিধি : ইসলামের নাম ভাঙ্গিয়ে অপপ্রচারকারী, হত্যার হুমকি ও উস্কানিদাতা এবং ফতোয়াবাজদের গ্রেফতারের দাবিতে সুনামগঞ্জে হেযবুত তওহীদ সংবাদ সম্মেলন করেছে।
শনিবার দুপুরে শহরের উকিলপাড়ায় প্রেসক্লাব মিলনায়তনে আহুত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, হেযবুত তওহীদের সুনামগঞ্জ জেলা সভাপতি সাইফুল ইসলাম।
তিনি বলেন, ১৯৯৫ সালে করটিয়ার দাউদ মহলে হেযবুত তওহীদ প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস, জঙ্গিবাদ ও ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে কাজ করছে। এতে ক্ষুব্ধ হয়ে ধর্মান্ধ চক্র এই সংগঠনের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে, নেতাকর্মীদেরকে হত্যার হুমকি দিচ্ছে, মনগড়া ফতোয়া ও উস্কানি দিয়ে নেতৃবৃন্দের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে।
তিনি অভিযোগ করেন, এই চক্র বাংলাদেশকে আফগানিস্থান বানাতে চায়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের সিলেট বিভাগীয় সভাপতি আজমল হোসাইন, অন্যতম নেতা তানজিনা আক্তার ও জেলা সাধারণ সম্পাদক জাকির হোসেন।
Leave a Reply