নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
রবিবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় কেন্দ্রীয় শহিদমিনারে আয়োজিত এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন, সিসিকি মেয়র আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ইমজার সহ সভাপতি কয়েছ গাজী ও আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা। সভাপতিত্ব করেন, বর্তমান সভাপতি আব্দুল বাতিন ফয়সল। স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শংকর দাস।
Leave a Reply