বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পিতিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে এম আব্দুল মোমেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক এ এইচ আরিফ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডর পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে ‘লেন্স’ নামক স্মারকের মোড়ক উন্মোচন করা হয়।
Leave a Reply